• মার্চ ২৪, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

ঢাকায় আসছেন পেলে

ঢাকায় আসছেন পেলে

সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ঢাকায় পা রাখবেন ৭৮ বছর বয়সী পেলে। ব্রাজিলের কিংবদন্তি পেলেকে এতদিন কেবল টিভির পর্দায় দেখেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। এবার তিনবারের বিশ্বকাপজয়ী তারকাকে স্বচক্ষে দেখার সৌভাগ্য হচ্ছে তাদের!তাকে দুই দিনের সফরে ঢাকায় নিয়ে আসছে ‘চল খেলি’ নামের এক সংগঠন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানকে সম্মান জানাতেই ‘চল খেলি’ ট্রাস্টের এই উদ্যোগ। ফুটবল সুপারস্টারদের মধ্যে এর আগে ঢাকায় এসেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। ২০০৬ বিশ্বকাপের পরপরই ঢাকায় আসেন জিদান। এরপর আর্জেন্টিনা দলকে নিয়ে ২০১১ সালে বাংলাদেশে আসেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে অবশ্য ব্যাপারটির সঙ্গে সম্পৃক্ত নয়। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘এই মুহূর্তে আমাদের পক্ষে বিস্তারিত জানানো সম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *