• মে ২৯, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

ভয়েস অব কাজিপুরের উদ্যোগে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

 সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বানভাসি মানুষের আর্তনাদে সাড়া দিলো জনপ্রিয় সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর।১২ টি ইউনিয়নের মধ্যে নাটুয়ারপাড়া, মনসুরনগর,খাসরাজবাড়ী, তেকানী,চরগিরিশ,নিশ্চিন্তপুর,মাইজবাড়ী,মেঘাই,শুভগাছা ও কাজিপুর সদর ইউনিয়নের মানুষ বেশী বিপদের মধ্যে আছে।উত্তাল যমুনায় পানি ক্রমেই বেড়ে চলেছে।বন্যাদূর্গতদের অনেকেরই রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা নেই।তাই সংগঠনের পক্ষ থেকে সারাদিনে ২৪ ডেস্কি রান্না করা খাবার ও ১০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।প্রতিটি প্যাকেটের মধ্যে ছিল চিড়া,মুড়ি,চিনি,ডাল,স্যালাইন,দিয়াশলাই,মোমবাতি,ম্যাচ ইত্যাদি।তিনটি নৌকায় পানিবন্দি মানুষের বাড়ী,বাড়ী গিয়ে ও বিভিন্ন স্পটে এই ত্রাণ বিতরণ করা হয়।ভয়েস অব কাজিপুরের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান,কাজিপুরের বন্যাদূর্গত মানুষেরা কতটা দূর্ভোগের মাঝে আছে তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন,বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে,অপর্যাপ্ত ত্রাণ সহ নানা সমস্যা রয়েছে।শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবেনা,সকল স্বামর্থবানদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী আশকার পাইন,সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাবু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিন্টু,সহ সভাপতি খাজা বাহাউদ্দিন,মহিলা বিষয়ক সম্পাদিকা আশা সরকার, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আবু শাহীন আজাদ,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবুল কাশেম মাষ্টার,পাঠাগার বিষয়ক সম্পাদক আতাউর রহমান, আব্দুল মান্নান,বাবু সহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *