বরিশালে সোনালি আঁশের ভাসমান পাটের হাট
রফিকুল ইসলাম রনি, বরিশাল:- প্রায় ৫০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে বরিশাল জেলার তিনটি উপজেলার সীমান্তবর্তী গৌরনদীর সরিকল হাটের পাশ্ববর্তী খালে কৃষকের ফলিত সোনালি আঁশের ভাসমান পাটের হাট। পাটের পর্যাপ্ত সরবরাহ ও অধিক মুনাফাপ্রাপ্তি এবং নদী বেস্টিত হওয়ায় পানি পথে মালামাল বহনে সহজ হওয়ার কারনে তিন উপজেলাবাসী ও দূরের ব্যবসায়ীদের কাছে এ হাটটির ব্যাপক গুরুত্ব বেড়েছে।