• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে সোনালি আঁশের ভাসমান পাটের হাট

বরিশালে সোনালি আঁশের ভাসমান পাটের হাট

বরিশালে সোনালি আঁশের ভাসমান পাটের হাট

রফিকুল ইসলাম রনি, বরিশাল:- প্রায় ৫০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে বরিশাল জেলার তিনটি উপজেলার সীমান্তবর্তী গৌরনদীর সরিকল হাটের পাশ্ববর্তী খালে কৃষকের ফলিত সোনালি আঁশের ভাসমান পাটের হাট। পাটের পর্যাপ্ত সরবরাহ ও অধিক মুনাফাপ্রাপ্তি এবং নদী বেস্টিত হওয়ায় পানি পথে মালামাল বহনে সহজ হওয়ার কারনে তিন উপজেলাবাসী ও দূরের ব্যবসায়ীদের কাছে এ হাটটির ব্যাপক গুরুত্ব বেড়েছে।

বাবুগঞ্জ, মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ১০০ বছরের ঐতিহ্যবাহী সরিকল হাটটি সপ্তাহে দুইদিন মঙ্গল ও শুক্রবার বসে। বিশেষ করে বাবুগঞ্জ ও মুলাদী অঞ্চলগুলোতে ব্যাপক পাট উৎপাদন হওয়ায় কৃষক পর্যায়ে পাটের সরবরাহ অনেক বেশী এ সরিকল হাটটিতে। স্থানীয় পাইকারী বিক্রেতারা জানান, সপ্তাহের প্রতি হাটে এখানে অর্ধকোটি টাকার পাট ক্রয়-বিক্রয় হয়। বিভিন্ন উপজেলা থেকে আসা পাট বিক্রেতারা জানান, খালের পারে হাট বসায় এবং খুব সহজে নৌযানে যোগাযোগ করতে পারায় বিক্রেতা নৌকা ও ট্রলারযোগে এবং দুরদুরান্ত থেকে পাইকারী পাট ব্যবসায়ীরা ট্রলার নিয়ে পাট ক্রয় করতে আসায় এখানে ক্রেতা-বিক্রেতারা ট্রলারের উপর বসেই পাট কেনা-বেচা করছেন। আর এ হাটে প্রতিমন পাটের মূল ১৫০০ থেকে ১৮০০ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *