সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের আরাফাত হাসপাতালে ভুল চিকিৎসার শিকার সেই কামনা খাতুন (১৯) মারাগেছে। গত শনিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। শহর জুরে চলছে এনিয়ে নানা গুনজন। কামনা খাতুন কালিয়া হরিপুর গ্রামের মো. আবু কালামের মেয়ে। সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় কামনা খাতুন নামে এক প্রসূতি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিরোনামে বিভিন্ন অনল্যাইনপত্রিকা সহ স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এর পর গত শনিবার তার মৃত্যুর খবর পাওয়ার পরে ঐ হাসপাতালের কতৃপক্ষরা বিভিন্ন মহলে দৌরঝাপ শুরু করেছে বলে জানাগেছে। উল্লেখ্য গর্ভবতী কামনা খাতুন প্রসব ব্যাথায় গত ২৫ জুন শহরের আরাফাত হাসপাতালে ভর্তি হয়। পরদিন ২৬ জুন ডা. কমল কান্তি দাস অজ্ঞান করার পর ডা. আব্দুর রশিদ সিজার অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করে। এরপর থেকেই কামনা খাতুন অসুস্থ্য হয়ে পরে। তিন দিন পর বাড়ি নিয়ে এলে আরও বেশি অসুস্থ্য হয়ে পড়ে সে। পরবর্তীতে ডা. রশিদ রোগী কে মেডিসিন বিশেষজ্ঞের কাছে রেফার্ড করেন। মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ মাসুদের কাছে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শজিমেকে চিকিৎসা শেষে সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর কিছুটা সুস্থ্য হয়ে উঠলে বাড়ি নিয়ে আসা হয়। কিছুদিনপর আবারও অসুস্থ্য হয়ে পরে কামনা খাতুন। মূমূর্ষ অবস্থায় তাকে গত ২৩ আগস্ট কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। তার পরে কমউনিটি হাসপাতালে তারচিকিৎসা চলে। কিছুদিন পরে তার অবস্থার খারাপের দিকে গেলে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে চিকিৎসক। গত শনিবার গভির রাতে ৭সেপ্টেম্বর সে ঢাকার একটি হাসপাতালে মারাযায়। এ বিষয়ে চিকিৎসক ও আরাফাত হাসপাতালের পরিচালক ডা. আব্দুর রশিদ এর সাথে রবিবার সকালে সরেজমিনে কথা বলতে চাইলে তিনি দেখা করেননি। আরাফাত হাসপাতালের ম্যানেজার হাফিজুর রহমান এর কাছে আরাফাত হাসপাতালের পরিচালক ডা. আব্দুর রশিদ এর নম্বর চাইলে তিনি বলেন স্যারের নাম্বর আমাদের কাছে নেই স্যার ১২টায় দিকে চেম্বারে বসবে তখন আসেন।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান