হিজলায় স্বামীকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল :- জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাঁও এলাকায় পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে স্বামী কাওসার দপ্তরিকে হত্যার করেছে তার স্ত্রী সাজেদা বেগম। বুধবার সকালে নিহতের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, ওই গ্রামের মৃত জামেদ আলী দপ্তরিরপুত্র কাওসারকে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী সাজেদা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক একই গ্রামের আলমগীর বেপারীর পুত্র মাসুদ বেপারীকে (৩০) আটক করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন জানান, নিহত কাওসারের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে। বুধবার দুপুরে নিহতের ময়নাতদন্তের কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, এর আগে মঙ্গলবার সকালে পুলিশ কাওসার দপ্তরির (৪৮) লাশ উদ্ধার করেছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে স্ত্রীর পরকীয়ার জেরধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ জন্য নিহতের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত কাওসারের পুত্র ঢাকায় অবস্থান করায় এখনও মামলা দায়ের করা হয়নি।