• মে ৩০, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

রফিকুল ইসলাম রনি, বরিশাল:- ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক পালন করেছে আওয়ামী লীগ। বৃস্পতিবার বিকাল ৩টা ত্রিশ মিনিট সময়ে জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বণাঢ্য র‌্যালি, মিলাদ-মাহফিল, আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। আলোচনাসভা অনুষ্ঠান শুরু হবার আগে উপজেলার মধ্যে সর্ববৃহত শোক র‌্যালি বের করে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগ। সভায় প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরদার মোঃ খালেদ হোসেন স্বপন। জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মন্নান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান রাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মোস্তফা কামাল সিস্তি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহারিয়া আহমেদ শিল্পি, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ তারিকুল ইসলাম তারেক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, আওয়ামী লীগ নেতা রেজাওয়ান মাসুম শরীফ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাছানুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগ নেতা তহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মোঃ হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা মহিলা লীগ সভাপতি সেতারা বেগম, উপজেলা ছাত্ররীগ নেতা ওবাইদুল হক জুয়েল, সৈয়দ জহিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ, এম মিজানুর রহমান, জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক উপেন চন্দ্র মন্ডল প্রমুখ। এদিকে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম.আর বাদল বিশ্বাসের সঞ্চলনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন রাঢ়ী, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষায়ক সম্পাদক মাওলানা আব্দুল রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান মোল্লা, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ সানাউল হক মিয়া, রহমাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক, যুবলীগ নেতা সুরুজ সিকদার, জাহাঙ্গীরনগরর ইউনিয়ন যুবলীগ আহবায়ক বিশ্বজিৎ দাস, ইউপি সদস্য হানিফ হোসেন বাবুল, ইউপি সদস্য কাউয়ুম হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ যারা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদাত বরন করেছিলেন তাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *