রফিকুল ইসলাম রনি, বরিশাল:– জেলার গৌরনদীর সরিকলে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠতম বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক পালন করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকাল ৪টার সময়ে সরিকল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কোরআন খানি, মিলাদ-মাহফিল, আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের এম.পি ও জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজের কারনে অনুষ্ঠানে যোগদান করতে পারেননি তিনি। সভায় প্রধান বক্তা হিসেবে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারিচুর রহমান হারিচ। সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন আকনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল উদ্দিন হাওলাদার, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সরিকল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন মোল্লা, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন টিপু, সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, সরিকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম সরদার, সরিকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিরন হোসেন হিরা, ছাত্রলীগের সাধারন সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। এদিকে সরিকল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আনিসুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফুর রহমান দ্বীপ, ইউপি সদস্য আফজাল হোসেন মোল্লা, ইউপি সদস্য ফারুক হোসেন সরদার, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাষ্টার, সাহাবুদ্দিন মোল্লা, নাসির হোসেন মোল্লাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ যারা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদাত বরন করেছিলেন তাদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি, তরিকুল ইসলাম, মহিবুল মোনু, হিজবুল আলম, নিক্সন মোল্লাসহ ছাত্রলীগ নেতারা সেচ্ছা সেবকের দ্বায়িত্ব পালন করে। আলোচনা সভার পরে মিলাদ ও দোয়া-মোনাজাত শেষে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান