নিজস্ব প্রতিবেদক:- জেলার বাবুগঞ্জে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বিভাগীয় কল্যান তহবিল থেকে চিকিৎসার সহায়তার চেক প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নিবার্হী অফিসার সুজিত হাওলাদার এর সভাপতিত্বে চেক বিতরনের শুভ উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশালের জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী । এ সময় তিনি ৭ জন আনসার সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তার জন্য দুই লক্ষ সত্তুর হাজার টাকার চেক বিতরণ করেন এবং সকল আনসার সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন। পরে তিনি ডেঙ্গু মোকাবিলায় মশক নিধন পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্ভোধন করেন। সকল কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপণায় ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাহিদা রহমান। এ সময় সকল ইউনিয়নের আনসার কমান্ডারগণ ও বিপুল সংখ্যক আনসার সদস্য উপস্থিত ছিলেন।
- আগস্ট ৯, ২০১৯
৪৭৫
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩