• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে গ্রাম পুলিশ ও দফাদারদের ইউনিফর্ম বিতরণ

বরিশালে গ্রাম পুলিশ ও দফাদারদের ইউনিফর্ম বিতরণ

জেলার উজিরপুর উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বরিশাল জেলা প্রশাসকের উদ্যোগে গ্রাম পুলিশ ও দফাদারদের মাঝে ইউনিফর্ম সেট বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মাসুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইউনিফর্ম বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। এ সময় উপজেলার ৮১ জন গ্রাম পুলিশ ও দফাদারের মাঝে ফুল শার্ট, হাফ শার্ট, ২টি প্যান্ট, সোয়েটার, রেইনকোট, পিটি সু, বেতের লাঠি, সোল্ডার ব্যাজ, অ্যাপলেট ও বেল্ট বিতরণ করা হয়। এ সময় গ্রাম পুলিশগণ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেন, আমরা রাত জাগরণ করে প্রতিটি গ্রামের জানমালের নিরাপত্তা বিধান করি, জন্ম-মৃত্যু নিবন্ধনে সহযোগিতা প্রদান করে আসছি। কিন্তু আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়নি। বাংলাদেশের ইতিহাসে এত কম বেতনে কোন লোক চাকুরী করতে পারে না। আমরা স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বেতন বৃদ্ধির জন্য দাবী জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *