উজিরপুর প্রতিনিধি ঃ জেলার উজিরপুর উপজেলায় আনসার ও ভিডিপির উদ্যোগে ছেলেধরা গুজব ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৫/০৮/২০১৯ তারিখ সোমবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে উপজেলার আনসার ভিডিপির অফিস কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে সমাপ্ত হয়। পরে অফিস কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্তকর্তা শাহিনুর জামান শাহিন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা কল্পনা মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের ভিডিপি ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, পৌরসভার ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, উপজেলা কোম্পানী কমান্ডারসহ সকল ইউনিয়নের আনসার কমান্ডার ও আনসার ভিডিপির সদস্যগণ। এ সময় বক্তারা ছেলেধরা গুজব ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন।
- আগস্ট ৫, ২০১৯
৯৩৯
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩