নিজস্ব প্রতিবেদকঃ জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠী গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে নিতাই দাসের বাড়ির কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে খালে ফেলে দিয়েছে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা। খবর পেয়ে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শনিবার দুপুরে নিতাই দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, দক্ষিণ সাকোকাঠী গ্রামের নিতাই দাস ও তার পরিবারের সদস্যরা বাড়ির পশ্চিম পাশের্^র পারিবারিক কালী মন্দিরে দীর্ঘদিন থেকে পূজা অর্চনা করে আসছেন। ঘটনার দিন শুক্রবার রাত এগারোটার দিকে তিনি (নিতাই) মন্দিরের বাতি নিবিয়ে ঘুমাতে যান। শনিবার সকালে নিতাই দাসের স্ত্রী কল্পনা রানী দাস মন্দিরে পূজা দিতে গিয়ে মন্দিরের মালামাল এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখেন। একপর্যায়ে সাকোকাঠী খালে ভাংচুরকৃত প্রতিমা দেখতে পেয়ে স্থানীয় ও থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে তাৎক্ষনিক (শনিবার সকালে) গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, এ ঘটনায় নিতাই দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।