উজিরপুর প্রতিনিধিঃ জেলার উজিরপুরে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অবঃ) আমিনুল ইসলামের বসতবাড়ির জমি দখল। অভিযোগ সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার শোলক গ্রামে মৃত আঃ মজিদ মিয়ার পুত্র ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অবঃ) আমিনুল ইসলামের বসতবাড়ি সংলগ্ন জমি প্রতিপক্ষ শোলক গ্রামের মৃত সাহেব আলী খানের পুত্র মোঃ হারুন খান (৩০), আসাদুল খান(২৬), আউয়াল হাওলাদারের পুত্র জসিম উদ্দিন (৩৫)সহ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে গত ১৩ জুলাই ২০১৯ তারিখে সকাল সাড়ে ৯টার সময় জে.এল ৪৭ নং শোলক মৌজার এস,এ ১৯৮ খতিয়ানের ৩৫৪৬ নং দাগের ৯০ শতাংশ জমি অবৈধ ভাবে দখল করে বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ করে। এ ঘটনায় অধ্যাপক আমিনুল ইসলাম উজিরপুর থানায় অভিযোগ দায়ের করেন। অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, আমি ঢাকা থাকার সুবাদে বিবাদীগণ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমার জমিজমা দখল ও গাছপালা কর্তন করে নিয়ে যায়। আমি প্রতিবেশিদের কাছ থেকে শুনে ঢাকা থেকে বাড়িতে এসে থানায় অভিযোগ দায়ের করি। বিবাদী মোঃ হারুন খান জানান, জমি নিয়ে একটু ঝামেলা আছে। এ নিয়ে আগামী ৬ তারিখ মঙ্গলবার শোলক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক হওয়ার কথা আছে। উজিরপুর থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান