উজিরপুর প্রতিনিধিঃ জেলার উজিরপুরে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অবঃ) আমিনুল ইসলামের বসতবাড়ির জমি দখল। অভিযোগ সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার শোলক গ্রামে মৃত আঃ মজিদ মিয়ার পুত্র ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অবঃ) আমিনুল ইসলামের বসতবাড়ি সংলগ্ন জমি প্রতিপক্ষ শোলক গ্রামের মৃত সাহেব আলী খানের পুত্র মোঃ হারুন খান (৩০), আসাদুল খান(২৬), আউয়াল হাওলাদারের পুত্র জসিম উদ্দিন (৩৫)সহ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে গত ১৩ জুলাই ২০১৯ তারিখে সকাল সাড়ে ৯টার সময় জে.এল ৪৭ নং শোলক মৌজার এস,এ ১৯৮ খতিয়ানের ৩৫৪৬ নং দাগের ৯০ শতাংশ জমি অবৈধ ভাবে দখল করে বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ করে। এ ঘটনায় অধ্যাপক আমিনুল ইসলাম উজিরপুর থানায় অভিযোগ দায়ের করেন। অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, আমি ঢাকা থাকার সুবাদে বিবাদীগণ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমার জমিজমা দখল ও গাছপালা কর্তন করে নিয়ে যায়। আমি প্রতিবেশিদের কাছ থেকে শুনে ঢাকা থেকে বাড়িতে এসে থানায় অভিযোগ দায়ের করি। বিবাদী মোঃ হারুন খান জানান, জমি নিয়ে একটু ঝামেলা আছে। এ নিয়ে আগামী ৬ তারিখ মঙ্গলবার শোলক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক হওয়ার কথা আছে। উজিরপুর থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
- আগস্ট ৩, ২০১৯
৫৫৮
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩