নিজস্ব প্রতিবেদ ॥ পেয়ারা বোঝাই ট্রাকের সাথে যাত্রিবাহী থ্রী-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা চালক মিলন সিকদার (৩২) নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন মাহিন্দ্রার এক যাত্রী। তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ক্রসফায়ার নামক এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মিলন সিকদার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের আশরাফ আলী সিকদারের পুত্র। উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
- আগস্ট ২, ২০১৯
৩৫৫
Less than a minute