নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় মদিনা স্ট্যান্ডের কাছে শুক্রবার সকালে কোরবানীর গরুসহ ট্রাক উল্টে পাঁচটি গরু মারা যায়। দূর্ঘটনায় ট্রাকে থাকা দুই জন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
বরিশালের চরমোনাই গ্রামের গরু ব্যবসায়ী সৈয়দ মোস্তফা জানান, বৃহস্পতিবার চুয়াডাঙ্গার শিয়ালমারা হাট থেকে ২২ লাখ টাকা দিয়ে ১৮টি ষাড় গরু ক্রয় করে (যশোর-ট-০২০১০৪) ট্রাক যোগে তারা বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে শুক্রবার ভোর ছয়টার দিকে গৌরনদী উপজেলায় মদিনা স্ট্যান্ডের কাছে গরুসহ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাঁদে পরে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চাপা পরে পাঁচটি গরু মারা যায়। এছাড়া আরো দুইটি গরু গুরুত্বর আহত হলে তাৎক্ষনিক স্থানীয়রা জবাই করে। সাতটি গরুর মূল্য আসে প্রায় আট লাখ টাকা। তিনি আরও জানান, দূর্ঘটনায় ট্রাকের মধ্যে থাকা গরু ব্যবসায়ী মতিন বেপারী ও সরোয়ার হোসেন আহত হয়েছেন।