স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর নামক এলাকায় বুধবার সন্ধ্যায় যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জন নিহত হয়েছেন। বরিশাল শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসানাত মোঃ রাশেদ তাদের মৃত বলে ঘোষনা করেছেন। নিহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি এলাকার বাসিন্দা সামসুল আলমের পুত্র ও ব্রুনাই প্রবাসী সিরাজুল ইসলাম মুরাদ (২৫) ও তার বন্ধু একই এলাকার ছালাম সিকদার সুরুজ (২৫)। জানা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুরের কামিনী পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় ওইদিন বিকেল পৌনে ছয়টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় পতিত হয়।
- আগস্ট ১, ২০১৯
৩৬৮
Less than a minute