• মে ৩০, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ

বরিশালে ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। শনিবার বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন থাকলেও একদিনের ব্যবধানে আজ রবিবার ভর্তি ছিলেন ২৫ জন। চিকিৎসাধীন ২৫ রোগীর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে চিকিৎসাধীন ২৫ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ৫ জন নারী। এদের বেশির ভাগই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল এসেছেন। ডেঙ্গু আক্রান্তদের জ্বর, মাথা ও শরীর ব্যাথা, বমি বমি ভাবসহ নানা উপসর্গ দেখা দিচ্ছে বলে জানা গেছে।
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, বরিশালে স্থানীয়ভাবে কোনো ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যায়নি। হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তারা ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফিরে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয়ভাবে তেমন কেউ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে না।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ প্রাথমিক উপসর্গ দেখামাত্র চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ায় পরামর্শ দিয়েছেন শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. বাকির হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *