• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

চট্টগ্রামের চন্দনাইশে ইন্টারনেট সংযোগ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহীদ আলম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়নের খোদার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. জেনারুল ইসলাম (২২), শফিকুল ইসলাম (২৩), নুরুল আলম (৩০) ও শাহেদ (২৫)।

চন্দনাইশ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আলম জানান, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের খোদার হাট এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ লাইনের কাজ করার সময় বিদ্যুৎ তারের সঙ্গে জড়িয়ে ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহীদ আলমকে মৃত ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *