উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে পুলিশ সদস্য’র বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। পরিবারের সদস্যদের হাত, পা বেঁধে হামলা চালিয়ে নগদ অর্থ, স্বর্নালংকার সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায় ডাকাত চক্র। ভূক্তভোগী পরিবার সুত্রে জানা যায় ২৩ জুলাই রাত আনুমানিক দেড় টায় উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের ঝালকাঠীতে কর্মরত পুলিশ সদস্য আঃ ছালাম খাঁনের ভবনের কেসিগেটসহ ৩টি দরজার লক তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রুমে থাকা ৪ সদস্যকে বেধে অস্ত্রের মূখে জিম্মি করে ২ টি স্বর্নের চেইন, ২ জোড়া কানের দুল, নগদ ৫ হাজার টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায় ডাকাত চক্র। পরিবারের সদস্য আরিফ খাঁন(২৬), সিয়াম(১২), ফুল বানু(৭০) ডাকচিৎকার করলে তাদেরকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত যখম করে। এসময় ডাক চিৎকার শুনে পার্শ্ববতী বাড়ীর মহিউদ্দিন খাঁন(৪২) ছুটে আসলে ডাকাতরা তাকে কুপিয়ে যখম করে। এতে তার মাথায় গুরুতর যখম হয়। এছাড়াও একই গ্রামের মৃত বিনয় ভূষন চক্রবর্তীর ছেলে বিরাজ চক্রবর্তীর ভবনেও দরজা ভেঙ্গে ডাকাতির চেষ্টা চালায়। পরে থানা পুলিশকে অবহতি করলে তারা ঘটনাস্থল পৌছার পূর্বেই ডাকাতরা চলে যায়। এ ঘটনায় উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল ২৪ জুলাই সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
- জুলাই ২৪, ২০১৯
৫৫২
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩