নিজস্ব প্রতিবেদক, বরিশাল:- একই বাড়ির চাচাতো ভাইয়ের মেয়ে সপ্তম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী ধর্ষনকারী সমাজে সুদক্ষোর পরিচিত সামছু বেপারির (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ২২ জুলাই বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতে সামছু বেপারিকে আসামি করে বাদী হয়ে মামালা দায়ের করে ভিকটিমের মা কামরুল নাহার খুকি। আর যাহার মামলা নং- ১৬৪/১৯ তাং ২২/০৭/১৯ইং । মামলার এজাহারে ইউপি সদস্যসহ ১৩ জনের অধিককে স্বাক্ষী করা হয়। জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ঠাকুর মল্লিক গ্রামের বেপারি বাড়িতে নাতনীর বয়সী স্কুলে পড়ুয়া ১২ বছর বয়সের চাচাতো ভাইয়ের মেয়েকে সরলতার সুযোগে ধর্ষন করে আসামি। এতে পাচ মাসের আত্ব:সত্তা হয়ে পরে ওই ছাত্রী। গ্রাম আদালতে বিষটি নিয়ে স্থানিয় ইউপি পরিষদের চেয়ারম্যান কয়েক বার মিমানসার জন্য বসলেয়ো হাজির হয়নি সামছু বেপারি। পরে ২০ জুলাই গত শনিবার সকালে পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিসী বৈঠকে ধর্ষক সামছু বেপারির অনুউপস্তিতিতে তার বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেয় শালিশ গন এবং শালিসী বৈঠকে ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করে গনস্বাক্ষর দেয় এলাবাসী। শালিসী বৈঠকে ধর্ষকের আপন বড় ভাই সহ বাড়ির ও এলাকার লোকজন স্বীকারত্তি দেয় ধর্ষকের বিরুদ্ধে। তাই দারিদ্র স্কুল ছাত্রীর পিতা এনামুল হক দীপু আদালতে সুষ্ঠ বিচার পাওয়ার দাবি করেন।
- জুলাই ২৩, ২০১৯
৪১৭
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩