নিজস্ব প্রতিবেদক, বরিশাল:- একই বাড়ির চাচাতো ভাইয়ের মেয়ে সপ্তম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী ধর্ষনকারী সমাজে সুদক্ষোর পরিচিত সামছু বেপারির (৬০) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ২২ জুলাই বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতে সামছু বেপারিকে আসামি করে বাদী হয়ে মামালা দায়ের করে ভিকটিমের মা কামরুল নাহার খুকি। আর যাহার মামলা নং- ১৬৪/১৯ তাং ২২/০৭/১৯ইং । মামলার এজাহারে ইউপি সদস্যসহ ১৩ জনের অধিককে স্বাক্ষী করা হয়। জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ঠাকুর মল্লিক গ্রামের বেপারি বাড়িতে নাতনীর বয়সী স্কুলে পড়ুয়া ১২ বছর বয়সের চাচাতো ভাইয়ের মেয়েকে সরলতার সুযোগে ধর্ষন করে আসামি। এতে পাচ মাসের আত্ব:সত্তা হয়ে পরে ওই ছাত্রী। গ্রাম আদালতে বিষটি নিয়ে স্থানিয় ইউপি পরিষদের চেয়ারম্যান কয়েক বার মিমানসার জন্য বসলেয়ো হাজির হয়নি সামছু বেপারি। পরে ২০ জুলাই গত শনিবার সকালে পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিসী বৈঠকে ধর্ষক সামছু বেপারির অনুউপস্তিতিতে তার বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেয় শালিশ গন এবং শালিসী বৈঠকে ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করে গনস্বাক্ষর দেয় এলাবাসী। শালিসী বৈঠকে ধর্ষকের আপন বড় ভাই সহ বাড়ির ও এলাকার লোকজন স্বীকারত্তি দেয় ধর্ষকের বিরুদ্ধে। তাই দারিদ্র স্কুল ছাত্রীর পিতা এনামুল হক দীপু আদালতে সুষ্ঠ বিচার পাওয়ার দাবি করেন।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান