উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনকে কেন্দ্র করে টিউবওয়েল প্রতীকের প্রার্থী জোৎ¯œা বেগমের সমর্থকরা গতকাল মোরগ প্রতীকের প্রার্থী ইয়াছিন রাড়ীর সমর্থকদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ২৩ জুলাই বিকাল থেকে টিউবয়েল প্রতীকের সমর্থক বড়াকোঠা ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের ইউপি সদস্যসহ বহিরাগতরা এলাকায় ঢুকে ইয়াছিন রাড়ীর সমর্থকদের প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন বলে জানিয়েছেন ইয়াছিন রাড়ী। বহিরাগতদের আনাগনায় সাধারণ ভোটাররা বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে। আগামী ২৫ জুলাই বৃহষ্পতিবার উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ভোটাররা সন্দেহ প্রকাশ করেছে। প্রার্থী ইয়াছিন রাড়ী ও ভোটাররা সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের সু-দৃষ্টি কামনা করেন। উপজেলা রিটার্নিং ও নির্বাচন অফিসার মোঃ আলিমদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে।
- জুলাই ২৩, ২০১৯
৬১৭
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩