• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

উজিরপুরে ইয়াবা ও অস্ত্রসহ ২ মাদকসেবী গ্রেফতার

উজিরপুরে ইয়াবা ও অস্ত্রসহ ২ মাদকসেবী গ্রেফতার

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ইয়াবা ও অস্ত্রসহ ২ মাদকসেবী গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ব্যাপারে মাদকদ্রব্য এবং অস্ত্র আইনে পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলা ও পুলিশ সুত্রে জানা যায় ১৯ জুলাই রাত সাড়ে ১১ টায়) গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এস,আই মানিক, হারুন, এ.এস.আই শাহিন, মামুন মিলে ব্যপক অভিযান চালিয়ে উজিরপুর পৌর সভার ৭ নং ওয়ার্ডের হানুয়া বারপাইকা গ্রাম থেকে মৃত আবতাব উদ্দিন হাওলাদারের ছেলে মাদকসেবী সোহাগ হাওলাদার(৩৬) ও গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রদী গ্রামের মৃত মনসুর আলি হাওলাদারের ছেলে জেড.এ.খান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গির হাওলাদার(৪৮) কে ১২ পিস ইয়াবা ও একটি বগি দাও এবং একটি ধারলো চাকুসহ সোহাগের বসত ঘর থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ২০ জুলাই মাদকসেবী সোহাগ ও জাহাঙ্গিরের বিরুদ্ধে এস.আই মানিক বাদী হয়ে মাদক দ্রব্য ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে ওসি শিশির কুমার পাল জানান সোহাগের দেহ তল্লাসি করে ৭ পিস ইয়াবা এবং জাহাঙ্গির এর নিকট থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং সোহাগের বসত ঘর থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *