• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

পুলিশ কনষ্টেবলদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ * ব্যতিক্রমী উদ্যোগে ওসি শিশির কুমার পাল

পুলিশ কনষ্টেবলদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ * ব্যতিক্রমী উদ্যোগে ওসি শিশির কুমার পাল

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে ব্যতিক্রমী আয়োজনে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল। পুলিশ কনস্টেবল পদে সদ্য বাছাইকৃত উজিরপুর উপজেলায় নারীসহ ১১ জনের বিনা টাকায় স্বচ্ছ ভাবে যাচাই বাছাই শেষে সকলের হাতে ফুলের শুভেচ্ছা দিয়ে মিষ্টি বিতরণ করেন ওসি। ১৫ জুলাই সোমবার বেলা ১২টায় ওসির অফিস কার্যালয়ে এই ১১জনকে শুভেচ্ছা প্রদান করে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত হেলাল উদ্দিন। এ সময় ওসি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে দূর্নীতি মূক্ত রাখতে যে ঘোষনা দিয়েছেন তার প্রেক্ষিতে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ সফিকুল ইসলাম পিপিএম বার বিপিএম ও জেলা পুলিশ সুপার এম সাইফুল ইসলাম পিপিএম, বিপিএম মাত্র ১০৩ টাকায় চাকুরী দিলেন পুলিশ কনষ্টেবল পদে বরিশাল জেলার ৪৪ জনকে। জেলার ১৪টি উপজেলার মধ্যে উজিরপুরে নারীসহ ১১ জনের চাকুরী চ‚ড়ান্ত হয়েছে। এই উপজেলায় মুক্তিযোদ্ধা কোঠায় মাদার্শী গ্রামের ইশরাত জাহান রিয়া, আটক গ্রামের ইতি খানম, সাকরাল গ্রামের বিশ্বজিৎ গাইন, হস্তিশুন্ড গ্রামের তানভিরুল হাসান, সাধারণ কোঠায় রামেরকাঠী গ্রামের সজল কর্মকার, খাটিয়ালপাড়া গ্রামের মোঃ রাজু আহম্মেদ, বড়াকোঠা গ্রামের মোঃ রাসেল সরদার, গড়িয়াগাভা গ্রামের ইউসুফ হাওলাদার, ইয়ামিন হাওলাদার, তেরদ্রোণ গ্রামের আশিষ চন্দ্র সমাদ্দার, নরসিংহা গ্রামের তৌফিকুজ্জামান পলাশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *