• মার্চ ২৮, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে অপহরনের চারদিন পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার

বরিশালে অপহরনের চারদিন পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অপহরনের চারদিন পর শুক্রবার দুপুরে অপহৃতা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অপহৃতার পিতা বাদি হয়ে জেলার গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, উপজেলার হোসনাবাদ আলীম মাদ্রাসার নবম শ্রেনীতে পড়–য়া ছাত্রীকে (১৪) গত ৮ জুলাই কৌশলে অপহরন করে একই থানার ধানডোবা গ্রামের মহিম সরদারের পুত্র আকাশ সরদার (১৯)। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর পিতা শুক্রবার সকালে থানায় মামলা দায়ের করেন। তাৎক্ষনিক মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সগীর হোসেন অভিযান চালিয়ে ধানডোবা এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারী ও তার সহযোগিরা পালিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *