স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চাটরা গ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে (১২) ধর্ষনের ঘটনায় স্থানীয় মুদি দোকানি আলী মাতুব্বরকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার উত্তমপুর গ্রাম থেকে গ্রেফতারকৃত ধর্ষক আলী মাতুব্বরকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে ওই গ্রামের আফছার আলী মাতুব্বরের পুত্র।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, চতুর্থ শ্রেনীতে পড়–য়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার রাতে অভিযুক্ত আলী মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। এজাহারের বরাত দিয়ে ওসি আরও জানান, গত ২৭ জুন সকালে আলী মাতুব্বরের স্ত্রীর কাছে প্রাইভেট পড়তে যায় শিশুটি। প্রাইভেট পড়া শেষ করে চাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আলীর মুদি দোকানে গেলে সে (আলী) জোরপূর্বক দোকানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। সেখান থেকে বাড়িতে ফিরে ওই শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। ঘটনাটি জানাজানি হলে আলী মাতুব্বর স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চালায়। এমনকি ধর্ষিতার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে। এ কারনে ধর্ষিতার পরিবার প্রথমে মামলা দায়ের করতে সাহস পায়নি।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান