উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের কালিহাতায় চুরি সংঘঠিত হয়েছে। নগদ অর্থ, স্বর্নালংকার, মোবাইল ফোন, মুল্যবান কাগজপত্রসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে চোর চক্র। উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের ব্যবসায়ী হাছান সিকদার রবিবার রাতে প্রতিদিনের ন্যায় স্ত্রী সন্তানদের নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে চোর চক্র সিঁদ কেটে ঘরে ঢুকে নগদ ৮৫ হাজার টাকা, ১ ভরি স্বর্নালংকার, ৩টি মোবাইল সেট, মুল্যবান কাগজপত্রসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে বসত ঘরের পিছনে সিঁদ কাটা অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরিবার ও স্থানীয়দের দাবী মাদকসেবীরা তাদের মাদকের অর্থ যোগান দিতে চুরির ঘটনার সাথে জড়িয়ে পড়েছে। মাদকসেবীরা এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে। এ ঘটনায় সোমবার সকালে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পালের নির্দেশে এস.আই জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
- জুলাই ১, ২০১৯
২৯৪
Less than a minute