• মে ৩০, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

কারারক্ষী মোঃ জাহাঙ্গীর আলমের প্রতিবাদী গান ১৬ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে

কারারক্ষী মোঃ জাহাঙ্গীর আলমের প্রতিবাদী গান ১৬ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে কর্মরত কারারক্ষী মোঃ জাহাঙ্গীর আলম,একজন সৎ কারারক্ষী। তিনি তার সততা ও আদর্শ নিয়ে কারাগারের দায়িত্ব পালন করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত।অবসর সময়ে বিভিন্ন গান কবিতা,গল্প উপন্যাস লিখে সময় পার করেন। এরি মধ্যে সাংবাদিকদের কে নিয়ে একটি গান গেয়ে মাতিয়ে দিয়েছেন সারা বাংলার সাংবাদিকদের, জাগিয়ে তুলেছেন সাংবাদিকদের ঘুমিয়ে থাকা মানুষটিকে, তার গানের কথায় জেগে ওঠেছে সকল সাংবাদিকদের ঘুমিয়ে থাকা মস্তিষ্ক, তার নাম মোঃ জাহাঙ্গীর আলম, পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, গ্রামঃ- তিলকপুর, থানাঃ নওগাঁ, জেলাঃ নওগাঁ। জাহাঙ্গীর আলমের জীবনী থেকে পাওয়া যায়, শুধু সাংবাদিক সমাজকেই নয় তিনি এমনি ভাবে তার নিজ অবস্থান থেকে সাড়া দেশকে সত্যের দিকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাতিকে জাগিয়ে তুলতে চায় তার গানের সুরে,। তার অসংখ্য কবিতা ও গান লিখা আছে যা অর্থের অভাবে দৃশ্যমান করতে পারছেন না। তিনি বঙ্গবন্ধু সহ দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নিয়েও শতাধিক গান লিখেছেন, শুধু তাই নয় খুন, রাহাজানী, ধর্ষণ সহ অজস্র গান সৃষ্টি করেছেন। তবে তিনি সাংবাদিকদেরকে নিয়ে গান গাওয়াতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ”র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর, সভাপতি শহিদুল ইসলাম পাইলট, বিএমএসএফ”র কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোনালিসা মৌ ইভা খন্দকার জেলার, সংগঠন নব- সম্পাদক মোনালিসা মৌ খন্দকার ইভা ও বিএমএসএফ”র মালদ্বীপ শাখার সভাপতি, সংবাদ টিভির চেয়ারম্যান ও সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি প্রেস সচিব জুয়েল খন্দকার। তিনারা সকলে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন। তবে সাংবাদিক জুয়েল খন্দকার জানিয়েছেন যে জাহাঙ্গীর আলম এর গান”টি শুনে আমি বুঝতে পেরেছি পরিপূর্ণ ভাবে যে সাংবাদিক মানে জাতির বিবেক, সাংবাদিক মানে নির্যাতিত, সাংবাদিক দেশ ও জাতির কল্যানে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। কিন্তু বিনিময়ে পায় আঘাত, কখনো নেতাদের কখনো প্রশাসনের কাছ থেকে। তবে সাংবাদিক জুয়েল খন্দকার আমাদেরকে জানিয়েছেন যে তার গানের মাধ্যমে আমাদের সাংবাদিকতার গতি আরো বেড়ে গেছে।বাড়িয়ে ওঠেছে দেশ ও জাতির কল্যানে কাজ করার গতি, তবে তার এই গানের আদর্শকে আমি সারাটি জীবন বুকে লালন করে সাংবাদিকতা করে যাবো, যদিও আমি সাংবাদিকতা করি দেশ ও জাতির কল্যানের স্বার্থে। বিএমএসএফ”র মালদ্বীপ শাখার সভাপতি, সংবাদ টিভির চেয়ারম্যান ও সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি”র প্রেস সচিব জুয়েল খন্দকার আমাদেরকে জানান যে- কারারক্ষী মোঃ জাহাঙ্গীর আলম মাননীয় প্রধানমন্ত্রী”কে নিয়ে এ পর্যন্ত ১৩১ টি গান ও কবিতা লিখেছেন এবং বঙ্গবন্ধু”কে নিয়ে ২২ টি গান ও কবিতা লিখেছেন।তার লেখনীর গতি চলমান আছে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে একলক্ষ গান লিখতে চান। তার বিনিময়ে সে চায় শুধু কর্মস্হলে একটু সুযোগ ও স্বাধীনতা। শুধু তাই নয় ইতিহাস খুঁজে আজ পর্যন্ত দেখতে পাওয়া যায় নাই, পৃথিবীর কোন দেশের দেশ প্রধান কে নিয়ে এককভাবে কোন গীতিকার সুরকার বা শিল্পী শতাধিক গান লিখেছেন, যা দৃষ্টান্ত স্হাপন করেছেন এই কারারক্ষী মোঃ জাহাঙ্গীর আলম, তাই আমরা জগতের সকল মানুষ চাই এই কারারক্ষী কে তার কর্মস্হলে সুযোগ দিয়ে তার প্রতিভার বিকাশ ঘটাতে। এবং সরকারের সুদৃষ্টি কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *