• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বাবুগঞ্জে ভূয়া সনদে মুক্তিযোদ্ধা, ভাতা স্থগিতের আবেদন

বাবুগঞ্জে ভূয়া সনদে মুক্তিযোদ্ধা, ভাতা স্থগিতের আবেদন

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্রাক্ষনদিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীন হাওলাদারের পুত্র আব্দুর রশিদ হাওলাদার ভূয়া শিক্ষাগত ও জন্ম সনদ দিয়ে মুক্তিযোদ্ধার তালিকাভূক্ত হয়ে ভাতা ভোগ করছেন। ভাতা স্থগিতসহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য গত বৃহস্পতিবার জাহাঙ্গীর নগর ইউনিয়ন কমান্ডার বরিশাল জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। মুক্তিযোদ্ধা সংসদের জাহাঙ্গীরনগর ইউনিয়ন কমান্ডার এইচ, এম, মিজানুর রহমান অভিযোগ বলেন, আব্দুর রশিদ হাওলাদার ১৯৮৬ সালে বাবুগঞ্জের গ্রাম বাংলা বিদ্যাপিঠ মাধ্যমিক বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এসএসসি পাশ করেন। তার রোল নং-৫২৯, রেজিঃ নং-৬০৭৪৬, শিক্ষাবর্ষ ১৯৮২-১৯৮৩ইং। তাতে তার জন্ম তারিখ ১০ অক্টোবর ১৯৬৮ইং। পরবর্তিতে রশিদ হাওলাদার শিক্ষাগত ও জন্ম সনদ গোপন করে ভূয়া অষ্টম শ্রেনি পাশ শিক্ষা সনদ তৈরী করে তাতে ১৯৫৩ সালে জন্ম দেখিয়ে মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হন এবং ভাতা গ্রহন করে আসছেন। জাহাঙ্গীর নগর ইউনিয়ন মুক্তি যোদ্ধা সংসদ সকল সদস্যরা তার ভাতা স্থগিত ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *