সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কাজিপুর উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে শনিবার রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের বিদায় সভা অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক জেলার জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা যুগ্ম সচিব হিসাবে পদোন্নতি পেয়ে অর্থ মন্ত্রণালয়ে নিযুক্ত হয়েছেন। তিনি দীর্ঘ ২ বছর ০৮ মাস জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে অত্যন্ত দক্ষতা, সাহসীকতা, পারদর্শীতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান দ্বীন মোঃ বাবলু ও শাপলা খাতুন ক্রেস্ট প্রদান করেন। উপজেলা এন,জি,ও সংস্থা কমিটির পক্ষে আরচেস কাজিপুর শাখার সমন্বয়কারী মোঃ রবিউল আওয়াল ক্রেস্ট প্রদান করেন। এরপর ফুলের শুভেচ্ছা জানান কাজিপুর পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধাদের পক্ষে গাজী হাবিবুর রহমান, চেয়ারম্যানদের পক্ষে আলহাজ্ব শওকত হোসেন ছাকার, শিক্ষক সমিতির পক্ষে প্রধান আব্দুল বাকী ও লুৎফর রহমান, কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের পক্ষে মোঃ নুরে মোমিন রানা, ক্রীড়া পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার, মোঃ শাহিন হোসেন ও এনামুল হক সুমন, স্কাউট টিমের পক্ষে মোঃ আশরাফুল ইসলাম ও আব্দুর রশিদ । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ¦ এ,কে,এম শাহ আলাম মোল্লা সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে কর্মময় জীবনের আলোকপাত করেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সিদ্দিকী তার বক্তব্যে জেলা প্রশাসক মহোদয়ের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, জেলা প্রশাসক মহোদয় তার দায়িত্ব পালনকালে জেলার প্রতিটি উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর আধুনিক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা, শিক্ষার মনোন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিকাশ, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিমিত্তে মানব সম্পদের সঠিক ব্যবহার, বিশেষ করে দুর্যোগ কালীন সময়ে সিরাজগঞ্জ ও কাজিপুরের স্বশরীরে এসে সহযোগীতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার সঠিক নির্দেশনা প্রদান। সিরাজগঞ্জ এর ইতিহাস ও ঐতিহ্য বিশে^র দরবারে তুলে ধরা। সবশেষে জনবান্ধব প্রশাসন তথা জনসেবার জন্য প্রশাসন, ই-সেবার মাধ্যমে দ্রুত তম সময়ে সকল কার্যক্রম চালিয়ে গেছেন। আর এসমস্ত মানব কল্যাণমুখী কাজের জন্য কাজিপুর বাসীর নিকট তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মাদ বাবলু, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, যুক্তিযোদ্ধা কমান্ডার গাজী হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা গাজী আব্দুস ছালাম, কাজিপুর ইউপি চেয়ারম্যান টি,এম আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ বাবলু মিয়া, গান্ধাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানসহ প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগন, এলাকার সুধিজন, মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশিল সমাজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পেশাজীবি মহল, মিডিয়া কর্মীবৃন্দসহ আরো অনেকে।
- জুন ২৫, ২০১৯
৫৮৭
Less than a minute
Related Articles
সিরাজগঞ্জে শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে…
- ফেব্রুয়ারি ২৪, ২০২১