সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের বরইতলা গ্রামে বিয়ের দাবিতে গত ৪ দিন যাবৎ পুলিশ প্রেমিকের বাড়িতে প্রেমিকা লাভলী খাতুন (২০) অনশন শুরু করেছেন। লাভলী উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের সেজাব উদ্দিনের মেয়ে এবং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারি। রবিবার বরইতলার ওই বাড়িতে গিয়ে কথা হয় অনশনরত লাভলী খাতুনের সাথে। তিনি জানান, উপজেলার গান্ধাইল ইউনিয়নের বরইতলা গ্রামের সোলেমানের পুত্র পুলিশ সদস্য আতিকুর রহমান (২৮) এর সাথে ২০১৬ সাল থেকে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ে করার লোভ দেখিয়ে তার সাথে একাধিকবার দৈহিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি আতিকুর রহমান তার সাথে যোগাযোগ বন্ধ করে অন্যত্র বিয়ের উদ্যোগ নিেেয়ছে। বিষয়টি জানতে পেরে তিনি বাধ্য হয়ে বিয়ের দাবিতে আতিকুরের বাড়িতে অবস্থান নিয়েছেন। লাভলী জানান, লজ্জা ফেলে চলে এসেছি। আমার সাথে ওইসব করার পর এখন বিয়ে না করা পর্যন্ত এই বাড়ি থেকে একচুলও নড়বো না। অপরদিকে আতিকুর রহমানের চাচা নজরুল ইসলাম মাস্টার জানান, মেয়েটির চরিত্র ভালো না। আগেও তার বিয়ে হয়েছিল। অনেকগুলো কেস কানুন রয়েছে যেগুলোর সমাধান হয়নি। আর আমাদের ছেলে ইতোমধ্যে এক পুলিশ অফিসারের আত্মীয়াকে ইতোমধ্যে বিয়েও করেছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, আমরা নিজেরাও বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছি। উভয় পরিবারই মধ্যেই যাতায়াত ছিল। কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, বিষয়টি জেনেছি। মেয়ের পিতা গত (রবিবার) কোর্টে মামলা করেছে। মামালার নথিপত্রের পরিপ্রেক্ষিতে ধর্ষনের আলামত ও জবান বন্দির জন্য মেয়েটিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা নং- ১৮/১৯, তারিখঃ ২৩/০৬/২০১৯ইং। ধারা ২০০০ সালের নারী ও শিশু দমন আইনের সংশোধনী ২০০৩ এর ৯(১)।
- জুন ২৫, ২০১৯
৩৭১
Less than a minute
Related Articles
সিরাজগঞ্জে শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে…
- ফেব্রুয়ারি ২৪, ২০২১