সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি দেশীয় রামদা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করেছে র্যাব-১২। মঙ্গলবার (২৫জুন)দুপুর দেড়টার দিকে উপজেলার ভয়নগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো,উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামের রায়হান প্রামানিকের ছেলে আব্দুল মজিদ (৩৫) ও আব্দুর রাজ্জাকের ছেলে হাসনাত কবির রানা (২৪)। র্যাব-১২, সিপিএসসি-সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান প্রেসবিজ্ঞপ্তি মঙ্গলবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে- অভিযান চালিয়ে ১ টি দেশীয় রামদা, ৪০ পিচ ইয়াবা, ০৪ টি মোবাইলসহ ভয়নগর এলাকা থেকে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
- জুন ২৫, ২০১৯
৬৩১
Less than a minute
Related Articles
সিরাজগঞ্জে শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে…
- ফেব্রুয়ারি ২৪, ২০২১