সেলিম রেজা: সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতীস্থ উপজেলা সস্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্নে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা হলো উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দী গ্রামে ইব্রাহিম শেখের ছেলে সজিব শেখ (৩২), একই উপজেলার লাহিরী মোহনপুর লাহিরীপাড়া গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে বাচ্চু মিয়া (২৮) ও একই গ্রামের মিলপাড়ার আব্দুল জাফর ছেলে রায়হান সিদ্দিকি বাপ্পি (২৬)। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদে খবর পাই যে, উল্লাপাড়া থেকে ইয়াবা জাতীয় মাদকের চালান নিয়ে এখানে বিক্রি করতে আসছে তিন যুবক। এমন সংবাদে টিম বেলকুচি মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পৌর এলাকা মুকুন্দগাঁতীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন থেকে তিন মাদক ব্যবসায়ীকে ৭০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- জুন ২১, ২০১৯
৭১৬
Less than a minute
Related Articles
সিরাজগঞ্জে শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে…
- ফেব্রুয়ারি ২৪, ২০২১