সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার শামসুল আলম শফি আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দশশিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।
এই হামলার জন্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার শামসুল আলম শফি নৌকা প্রার্থী আব্দুল মতিন চৌধুরীর সমর্থকদের দায়ী করে বলেন আমি ভোট দিয়ে বের হওয়ার সাথে সাথে নৌকার সমর্থকরা আমার উপর হামলা করে। তারা আমাকে আহত করে ও পাঞ্জাবি ছিড়ে ফেলে। । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আমাকে উদ্ধার করেন। অপর দিকে সকালে চৌবাড়ি ইসলামিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়া নিয়ে নৌকা প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত এ্যাডভোকেট রেজাউল করীম ভূট্রোকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।