উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মাদক সেবন ও নারী উত্তক্ত কারীদের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপুরী কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত সুত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মোঃ হুমায়ুন কবির তালুকদারের ছেলে ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক ফায়জুল হক রাকিব তালুকদার(৩০) সে একই এলাকার কয়েকজন বখাটেদের প্রায়ই নারী উত্তক্ত এবং মাদকসেবনের প্রতিবাদ করতো। এ নিয়ে উভয় গ্রæপের মধ্যে শত্রæতার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ১৬ জুন রবিবার দুপুর আড়াইটায় রাকিব বাড়ীর পাশে তাদের ফলের বাগান দেখার জন্য রওনা হয়ে শরীফ বাড়ীর সামনে গেলে পিছন থেকে একই গ্রামের মৃত শাহ আলম তালুকদারের ছেলে রাজু তালুকদার (২২), মৃত নূর মোহাম্মদ তালুকদারের ছেলে ওসমান তালুকদার (২৪), তরিকুল ইসলাম(২৫), মফিজুর রহমান তালুকদার(২৭)সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রামদা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে জখম করে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে যায়। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত রাকিব জানান, ঐ বিএনপি-জামায়াত নেতা ও মাদকসেবী এবং নারী উত্তক্তকারীদের প্রতিবাদ করায় আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আহতের পরিবার হামলাকারীদের বিচারের দাবী জানিয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান