• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

বরিশালে হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা রিকসা চালক সালাম সিকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার সকালে নগরীর সদররোডে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী।

এসময় সালামের হত্যারকারীদের বিচারের দাবিতে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী ও মামলার বাদী লিপি বেগম, সালামের শিশু কন্যা নদী খানম, সালামের ফুফু সেলিনা বেগম, স্থানীয় সমাজ সেবক আলম মিয়া প্রমুখ। শেষে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে সাক্ষাত করে রিকসা চালক সালাম হত্যার সুষ্ঠ তদন্ত করে বিচার দাবি করা হয়।

উল্লেখ্য, গত ৭ জুন সকালে আমানতগঞ্জ এলাকার মুরগীর ফার্ম সংলগ্ন নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের পুকুরের পাইলিংয়ের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় সালামের লাশ উদ্ধার করে কাউনিয়া থানা পুলিশ। এ ব্যাপারে সালামের স্ত্রী তিনজনের নাম উল্লেখ করে আরও ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের একদিনের মধ্যে এজাহারভূক্ত আসামি মেহেদী খান রাব্বিকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *