গৌরনদী প্রতিনিধিঃ গৌরনদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে। বসতঘর ভাংচুর করে নগদ অর্থ, স্বর্নালংকার সহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায় প্রতিপক্ষ সন্ত্রাসীরা। অভিযোগ ও আহত সূত্রে জানা যায় উপজেলার সরিকল ইউনিয়নের মধ্যে শাহাজিরা গ্রামের আঃ খালেক প্যাদার পুত্র সুফিয়ান এর সাথে একই গ্রামের হান্নান খানের পুত্র সাইদুল খান, মহিবুল খান গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বিরোধীয় জমি নিয়ে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী সাইদুল খান (৩১), মহিবুল খান (২৮) জাহিদুল খান (২৫) মিলে একদল ভাড়াটিয়া সন্ত্রাসীরা গতকাল রাত ১১টায় ডেকে নিয়ে প্রকাশ্যে মারধর ও বসতঘর ভাংচুর করে জোড় পূর্বক দখলের পায়তারা চালালে এতে মতিউর রহমানের মেয়ে শিরিনা বেগম, বীর মুক্তি যোদ্ধা আঃ রব প্যাদা, মজিবুর রহমান, খালেক প্যাধা, বাঁধা দিলে তাদের পিটিয়ে গুরত্বর আহত করে। এ সময় তাদের ডাকচিৎকারে পরিবারের লোকজন প্রতিবাদ করলে এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়। পরে স্থানীয়রা আহত বীর মুক্তি যোদ্ধা রব প্যাদা ও সুফিয়ানকে উদ্ধার করে বরিশাল (শেবাচিমে) ভর্তি করে। গৌরনদী মডেল থানায় উল্লেখ্য ৮ জন সহ ৪/৫ জন অজ্ঞাতনামা একটি মামলা করার প্রস্তুতি চলছে। ঐ প্রভাবশালীদের কবল থেকে রেহাই পেতে আহত’র পরিবার পুলিশের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
- জুন ৯, ২০১৯
১,০৪০
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩