বরিশালে মৌলভী আবুল হাসেম কল্যাণ সংস্থার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ
রফিকুল ইসলাম রনি, বরিশাল:- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মভূমির মানবতার সংগঠন মৌলভী আবুল হাসেম কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামে গতকাল শুক্রবার ওই ঈদ সামগ্রি বিতরণ করা হয়। প্রয়াত মৌলভী আবুল হাসেম এর সুযোগ্য পুত্র শিক্ষানুরাগি বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে এম আনিসুজ্জামান নান্নুর তত্বাবধানে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা ও দুস্থ অসহায় সহস্রধীক লোকদের মাঝে সকাল ৮ টা থেকে সারাদিন ব্যাপি ঈদ সামগ্রি প্রদান করা হয় । ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ সহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব জালাল উদ্দিন আহমেদ, বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব আলমগীর মৃধা (মন্টু), জাহাঙ্গীরনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ এম মিজানুর রহমান, বরিশাল বিমান বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনি প্রমুখ। এলাকার অসহায়দের প্রত্যেকের মাঝে ঈদ সামগ্রির মধ্যে ছিল গুনগত মানের ২৫ কেজি বস্তার চাল, ১ কেজি চিনি, পাউডার দুধ ও সেমাই এ সব পণ্য বিতারণ করা হয়।