নাজমুল হক মুন্না ।। সরকারের প্রতি আহবান সরাসরি কৃষকের কাছ থেকেই ধান কিনুন বলেন ড.সায়েম আমির ফয়সাল । ধান আমদানি প্রয়োজনে (সাময়িক সময়ের জন্য হলেও) বন্ধ করা উচিত। আমাদের কৃষি খাত থেকে এখন পর্যন্ত শতকরা ৮০ ভাগ মানুষের কর্মসংস্থান হয়। এই ডিজিটাল যুগেও বাংলার কৃষকদের ছাড়া দেশের অর্থনীতি অচল হয়ে যেতে পারে। তাই দালালেরা যাতে দালালি করতে না পারে, আমাদের কৃষক-শ্রমিকদের যাতে ঠকাতে না পারে, সেই দিকে সরকারের খেয়াল রাখতে হবে। বনানী জাকের পার্টি কেন্দ্রীয় কার্যলায় যুব সেচ্ছাসেবক ফ্রন্টের ইফতার মাহফিলে সরকারের প্রতি আহবান জানান জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ড.সায়েম আমির ফয়সাল।
- মে ২১, ২০১৯
৬৯৫
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩