স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশালের গৌরনদী মডেল থানার উদ্যোগে ইফতার মাহফিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। থানা কমপ্লেক্স চত্বরে ইফতারপূর্বক আলোচনা সভায় মডেল থানার ওসি গোলাম ছরোয়ারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন। অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার, আগৈলঝাড়া থানার ওসি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে দেশের শান্তি ও সমৃদ্ধ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
- মে ১৭, ২০১৯
৪০১
Less than a minute