• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

গৌরনদীতে জাকের পার্টির উদ্যেগে ইফতার মাহফিল

গৌরনদীতে জাকের পার্টির উদ্যেগে ইফতার মাহফিল

গৌরনদী প্রতিনিধি।। মাহে রমজানে দেশ জুড়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাড়ে ৩ হাজারের অধিক ইফতার মাহফিল করে জাকের পার্টি। ১ লা রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত ৮৭ টি সাংগঠনিক জেলা ও মহানগর এবং রাজধানীতে অব্যাহতভাবে এ কর্মসুচী পালিত হবে। প্রকৃত ইসলামের উদার ভাবধারায় রমজানুল মুবারকে নিহিত শিক্ষা ও তাৎপর্য যথাযথ অনুধাবন ও নিজ নিজ জীবনে তার প্রতিফলন, অসত্য, অন্যায় ও অনিয়ম দূরে ঠেলে বিনয়, ভদ্রতা, ঈমান, একতা, শৃঙ্খলা, এবাদত, খেদমত, সহিষ্ণুতা, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের আলোয় আলোকিত হওয়া, সকল ধর্ম, মত ও পথের মানুষের শান্তিপুর্ণ সহাবস্থানের ভিত্তিতে কল্যাণময় বাংলাদেশ রচনার দৃঢ় প্রত্যয় সৃষ্টিই হবে ইফতার মাহফিল কর্মসুচীর মূল মর্মবাণী। দেশ জুড়ে বিশাল এ কর্মসুচী বাস্তবায়নে তার ধারাবাহিকতায় গত কাল বাদশা মুন্সীর উদ্যেগে গৌরনদী টরকী সুন্দারদী বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরী জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইউনুছ মিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাকের পার্টি সাধারন সম্পাদক জয়নাল আবেদিন, পৌর সাধারন সম্পাদক ইয়াকুব হোসেন, মাওঃ জব্বার জেহাদি, মাওঃ আবদুল হাই প্রমূখ । দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম কারী ফজলুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *