• জুন ৮, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

Best Service Award 2018

Best Service Award 2018

কে এম শোয়েব জুয়েলঃ গত ২মে বরিশালের The Kitchen চাইনিজ রেস্তোরায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে Apex International Club এর উদ্যোগে Apex Club of Barisal এর Service Director জনাব বোরহানূদ্দিন মোহাম্মদ মাহবুব তানবীর কে সমাজের সুচিন্তীত মতামত এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য Best Service Award 2018 প্রদান করেন জাতীয় মানবাধিকার কমিশনের বরিশাল জেলার সভাপতি জনাব মাহামুদুল হক খান মামুন। অন্যান্যদের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জজ কোর্টের বার লাইব্রেরীর সাবেক দুই সাধারণ সম্পাদক এডভোকেট জনাব কাজী মনিরুল হাসান ও জনাব সাদিকুর রহমান লিংকন, বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক জনাব আক্তার হোসেন, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র জনাব কে এম শহীদুল্লাহ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *