স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার কবি শুধাংশু কুমার ঘরামী বিরচিত “রেটিনা” কাব্যেগ্রন্থের মোড়ক উন্মোচন ও বৈকালিন কবিতা অনুষ্ঠান সোমবার বিকালে গৌরনদী আমেনা বেগম হোমিওপ্যাথী মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথী কলেজের অধ্যক্ষ ডাঃ সাঈদ মাহামুদ। বিশেষ অতিথি ছিলেন ডাসার শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক কবি দিনেষ জয়ধর, যুগভাস্করের সভাপতি কবি অবিচল আব্দুল মান্নান। বঙ্গবন্ধু কবিতা পরিষদ গৌরনদী শাখার সভাপতি মনিষ চন্দ্র বিশ^াষের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি সিকদার রেজাউল, প্রবন রঞ্জন দত্ত বাবু, সাঈদ বীন ভূইয়া পান্নু, উৎপল চক্রবর্তী, এ এস মামুন, মুশফিক শুভ। অনুষ্ঠানে বিভিন্ন কবিদের স্বরোচিত কবিতা আবৃত্তি করেন কবিরা।
- মে ৫, ২০১৯
৫৫৩
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩