• মার্চ ২৮, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে রমযানের পবিত্রতা রক্ষায় ইমাম সমিতি র‌্যালী

বরিশালে রমযানের পবিত্রতা রক্ষায় ইমাম সমিতি র‌্যালী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আসন্ন রমযানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রন, দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ করাসহ অশ্লীল কার্যকলাপ বন্ধের দাবী জানিয়ে নগরীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর শাখার আয়োজনে রমযানের পবিত্রতা রক্ষা করার দাবীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির মহানগর শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল মান্নান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলম, সদস্য হযরত মাওলানা আব্দুল গফফার, মাওলানা জামাল উদ্দিন ফারুকী, মাওলানা মুনিরুজ্জামান নুরানী, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা মামুনুর রশিদ প্রমুখ। শেষে র‌্যালী বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দোয়া-মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *