• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে স্কুল ছাত্রের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বরিশালে স্কুল ছাত্রের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার বামরাইল এবি মাধ্যামিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও অভিভাবকদের অংশগ্রহনে ঢাকা-বরিশাল মহাসড়কের স্কুল সংলগ্ন বামরাইল বাসষ্ট্যান্ডে ঘন্ট্যাব্যাপী মানববন্ধন চলকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাওন বালী, ইউপি সদস্য শিল্পী বেগম প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, অপহরনের পর দাবিকৃত ২০ লাখ টাকা মুক্তিপন না পেয়ে উপজেলার ভরসাকাঠী গ্রামের বাসিন্দা সোবাহান হাওলাদারের পুত্র দশম শ্রেণীর মেধাবী ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নকে (১৫) নির্মমভাবে কুপিয়ে হত্যা করে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা। রবিবার সকালে পুলিশ সন্ধ্যা নদীর বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী নামক এলাকা থেকে নয়নের বস্তাবন্দী লাশ উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *