• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন সমাবেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন সমাবেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে গৌরনদীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন সমাবেশ

গৌরনদী প্রতিনিধি: চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশালের গৌরনদীতে ন্যাশনাল সার্ভিস কর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। আজ রবিবার সকাল ১১টায় স্থানীয় গৌরনদী সরকারী কলেজ গেট সংলগ্ন সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এতে ন্যাশনাল সার্ভিসের ৩ শতাধিক সাবেক কর্মীরা অংশগ্রহন করেন।

 

মানববন্ধন চলাকালে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের উপজেলা শাখার আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সাধারন সম্পাদক ছালেক সরদার , শামীম মীর, লোকমান হোসেন রাজু, হাসান মাহমুদ, সহিদুল প্রমুখ। এসময় বক্তারা জানান, বর্তমান সরকারের ঘরে ঘরে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি অনুযায়ী ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি স্থায়ীকরণ করা দরকার।

 

এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনে অংশ গ্রহণকারিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *