এ্যাড. গিয়াস উদ্দিন
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক আহবায়ক এ্যাডভোকেট মোঃ গিয়াস উদ্দিন কাবুল (৬৭) শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিভিন্নরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শোভাকাঙ্খী রেখে গেছেন। ওইদিন সকালে ঢাকায় তার প্রথম জানাজা ও বাদ আসর বরিশাল জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্তানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন রজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।