• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বৈশাখী মেলায় ব্যতিক্রমী উদ্যোগ, বান্ধবীকে বাঁচাতে

বৈশাখী মেলায় ব্যতিক্রমী উদ্যোগ, বান্ধবীকে বাঁচাতে

ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ‘হিয়া আক্তার’ বিরল রোগে আক্রান্ত। বর্তমানে সে ভারতের চেন্নাই ভেলরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। দেশে চিকিৎসা করাতে গিয়ে টাকা শেষ হয়ে গেছে পরিবারের। ভারতে তার চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন।

ঝালকাঠির অনেক হৃদয়বান সহায়তা করেছেন, কিন্তু তাতে হিয়াকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে না। তাই হিয়ার চিকিৎস্যার জন্য ঝালকাঠির একদল তরুণ গতকাল রোববার শুরু হওয়া বৈশাখী মেলায় ব্যতিক্রমী এক আয়োজন করেছে। মেলায় ৫টি ডিএসএলআর ক্যামেরা নিয়ে বিনামূল্যে ছবি তুলে দিচ্ছে তারা।

মেলায় আগন্তুকদের অনুরোধ করা হয় ছবি তোলার বিনিময়ে কোনো মূল্য দিতে হবে না, কিন্তু আপনার সাধ্য অনুযায়ী যা পারেন হিয়ার চিকিৎসার জন্য দান করেন। দানের টাকা গ্রহণের জন্য রয়েছে বাক্স। সেখানে যে যার সাধ্যমতো টাকা দিচ্ছেন। ছবি তোলার পর ল্যাপটপের মাধ্যমে মোবাইলে আপলোড করে দিচ্ছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *