• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

চট্টগ্রাম মহানগরীর সাহাবউদ্দিনের বলী খেলায় যৌথভাবে চ্যাম্পিয়ান হয়েছে বাদশা ও শাহজাহান বলী।

চট্টগ্রাম মহানগরীর সাহাবউদ্দিনের বলী খেলায় যৌথভাবে চ্যাম্পিয়ান হয়েছে বাদশা ও শাহজাহান বলী।

চট্টগ্রাম মহানগরীর সিআরবিতে সাহাবউদ্দিনের বলী খেলায় যৌথভাবে চ্যামিপয়ন হয়েছে বাদশা ও শাহজাহান বলী। চ্যালেঞ্জ রাউন্ড থেকে সেমিফাইনালে উঠেন শফিক, বাদশা, শাহজাহান ও মো:  হোসেন। সেমিফাইনালে শফিক বলীকে হারিয়ে ফাইনালে উঠেন বাদশা। তারা দুজনই খেলেন মাত্র তিন মিনিট ১৫ সেকেন্ড।

অন্যদিকে শাহজাহান ও মো: হোসেনের মধ্যে প্রায় ১১ মিনিটেরও বেশি সময় লড়াই চলে। পরে রেফারি শাহজাহানকে বিজয়ী ঘোষণা করেন। ফাইনালে বাদশা ও শাহজাহানের মধ্যে লড়াই চলে ৭ মিনিট ১৪ সেকেন্ড। এ সময়ের মধ্যেও দুজনই কেউ কাউকে ছাড় দেয়নি। এক পর্যায়ে দুজনের মতামতের ভিত্তিতে রেফারি বাদশা ও শাহজাহানকে যুগ্ম চ্যামিপয়ন ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *