বিশ্বকাপ ক্রিকেটের দামামা বাজতে দুই মাসও বাকি নেই। বিশ্বকাপের আগে টাইগার স্কোয়াডে ইনজুরির মিছিল। ছোট-বড় ইনজুরিতে ভুগছেন দলের অপরিহার্য সদস্য মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের মতো তারকা পাঁচ ক্রিকেটার। তবে বিশ্বকাপের আগেই সবাই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী বিসিবির চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী। ইনজুরির অবস্থা বিবেচনা করেই সবার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি। এদিকে অনেকটাই ফিট হয়ে লম্বা রানআপ নিয়ে দৌড় শুরু করেছেন পেসার তাসকিন আহমেদ। তবে আশঙ্কাজনক অবস্থায় আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। কাঁধের ইনজুরিতে ভুগছেন বড় মঞ্চের তারকা রিয়াদ আর পায়ের ইনজুরিতে রুবেল। ইনজুরিতে ভুগছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও। কিছুটা শঙ্কায় ছিলেন মেহেদি মিরাজ। তবে তাকেও স্কোয়াডে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবির চিকিৎসক। ড. দেবাশিষ বলেন, মাহমুদ উল্লাহ রিয়াদ শোল্ডার ইনজুরিতে ভুগছেন। গত কয়েক দিন ধরে ও এক্সারসাইজ শুরু করেছে। কিছুটা ব্যাটিং প্রাকটিসও করছে। আপাতত এই সপ্তাহটা ওকে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যেই রেখেছি। রুবেলের ইনজুরি আছে। ওর সাইট স্টেনিং আছে। আমরা এমআরআই করেছি। সামান্য সাইট স্টেনিং আছে। তিনি আরও জানান, মুশফিকের রিট ট্রমার এখনো কিছুটা কনসার্ন রয়েছে গেছে। ওকে দুই এক দিনের মধ্যে একটা স্ক্যান করবো দেখার জন্য। তবে সুখবরও দিলেন ড. দেবাশিষ। বিশ্বকাপের আগেই সবাই ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী তিনি। নিজেকে নিয়ে আশাবাদী তাসকিন আহমেদও। ড. দেবাশিষ বলেন, যেই গতিতে ওদের উন্নতি হচ্ছে তাতে আশাকরি আগামী ২২ তারিখে ক্যাম্প আছে সেখানে ওরা পুরোপুরি ইনজুরিমুক্তভাবে অংশগ্রহণ করতে পারবে। বিশ্বকাপ আর তার আগে আয়ারল্যান্ড সিরিজ মিলিয়ে লম্বা সফর। তবে ম্যাচের মাঝে বিরতি থাকায় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা করতে হবে না বলেই মনে করেন বিসিবির চিকিৎসক।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান