• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে স্কুল ভবন নির্মানে অনিয়মের অভিযোগ

বরিশালে স্কুল ভবন নির্মানে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাজের শুরুতেই ঠিকাদারী প্রতিষ্ঠান নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করায় কাজের গুনগত মান বজায় রেখে নির্মান করতে বলায় ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ ফেলে পালিয়ে গেছে। ফলে শুরুতেই স্কুল ভবনটি নির্মানে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রনয়কান্তি অধিকারী জানান, ৭৮ লাখ টাকা ব্যয়ে মাহিলাড়া স্কুলের ভবন নির্মানে নিন্মমানের রড ও বালু দিয়ে ভবনের গ্রেডভিমে ঢালাই করছিলো সংশ্লিষ্ট ঠিকাদারের শ্রমিকরা। একপর্যায়ে স্কুল কর্তৃপক্ষের আপত্তিরমুখে নিন্মমানের সামগ্রী দিয়ে ঢালাইকৃত গ্রেডভিম ভেঙ্গে দিতে বাধ্য হয়েছে কর্মরত শ্রমিকরা। পরবর্তীতে সিডিউল অনুযায়ী কাজের মান বজায় রাখতে বলায় কাজ ফেলে পালিয়ে গেছে ঠিকাদারের শ্রমিকরা। প্রধানশিক্ষক আরও বলেন, এসএইচ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান স্কুল ভবন নির্মানের কাজ করছিলেন।

ভবন নির্মানের দায়িত্বপ্রাপ্ত বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শিক্ষানবিস উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, নিন্মমানের নির্মান সামগ্রী সামগ্রী দিয়ে ঢালাইকৃত গ্রেডভিম ভেঙ্গে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে ভবন নির্মানের জন্য চুক্তি অনুযায়ী নির্মান সামগ্রী সরবরাহ করতে বলা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মোঃ সগির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *